Posts

Showing posts from November, 2019
Image
দেশিয় পিয়াজ বাজারে আসা শুরু প্রতি কেজি ৫৫ টাকা প্রকাশিত : ১৭/১১/২০১৯, সময় : ১২:১২এ.এম দেশে যেখানে পিয়াজের বাজারে আ’গুন।ধাপে ধাপে পিয়াজের দাম বেড়েয় চলেছে। যেখানে আমাদের বন্ধু রাষ্ট ভা’রত আমাদেরকে পিয়াজ না দিয়ে মিয়ানমারকে পিয়াজ দিচ্ছে।যেখানে অ’সাধু ব্যবসায়িরা পিয়াজকে স্টক করে রেখে পিয়াজের দাম বাড়াচ্ছে। সেখানে আমাদের দেশের হা’রভাঙ্গা,সোনালী ফসল ফলা কৃষক ভাইয়েরা নিয়ে এলো নতুন দেশি পিয়াজ। কৃষক ভাইয়েরা দেখিয়ে দিলো আমরাও পারি। দেশে পিয়াজ সঠিক ভাবে চাষ করলে ভা’রতের কাছে আমাদের হাত পাততে হবে না। দেশের কিছু কিছু জায়গায় নতুন পেঁয়াজ চলে এসেছে। জয়পুরহাট,বগুড়া সহ আজ মানিকগঞ্জের একটি বাজারে নতুন পিয়াজ বিক্রি করতে দেখা গেছে যার বাজার দর প্রতি কেজি ৫৫ টাকা। কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সর্বত্র বাজারে চলে আসবে দেশীয় পেঁয়াজ। এর মাধ্যমে খুব শীঘ্রই পেঁয়াজের স’ঙ্কট কেটে যাবে বলেও আশা করা হচ্ছে।দেশিও পিয়াজ উতপাদনেে কৃষকভাইদের এগিয়ে আসতে হবে আরো তৎপর হতে হবে।
Image
পিঁয়াজ এর দাম বাড়ার কারণ  প্রকাশিত : ১৬/১১/২০১৯, সময়: ০৮:২৫এ,এম ঢাকায় বাজারে বৃহস্পতিবার সকালের দিকে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ১৯০ টাকার মতো। গতকাল যা ছিল ১৪৫ টাকা। পারদ গরম দিলে যেমন এর তাপ বাড়ে সে রকমভাবেই দিনভর একটু একটু করে পেঁয়াজের দাম বেড়ে দিন শেষে ২২০ টাকায় গিয়ে ঠেকেছে। বিক্রেতারা সরাসরি বলছেন, কাল এই দাম আরও বাড়বে। ঢাকার সুপারশপগুলোতেও ইতিমধ্যেই দু'শর উপরে দাম নেয়া হচ্ছে। সেপ্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার পর থেকে সরকার বেশ কিছু উদ্যোগের কথা বললেও এর দাম কিছুতেই পড়ছে না। আমদানি থেকে শুরু করে বেচা-কেনার কয়েক ধাপে কথা বলে বোঝার চেষ্টা করা হয়েছে কী বিষয় দাম না কমার পেছনে কাজ করছে। ভারত থেকে আমদানি বন্ধই কী একমাত্র কারণ? পেঁয়াজের ব্যবসায়ীদের একটি সমিতি জানিয়েছে, পেঁয়াজের চাহিদার ৬০% মেটানো হয় দেশে উৎপাদিত পেঁয়াজ থেকে। বাকি ৪০% আমদানি করা হয়। আর ভারত থেকেই সিংহভাগ আমদানি করা হয়। মো. রফিকুল ইসলাম রয়েল বেনাপোলের একজন পেঁয়াজ আমদানিকারক। তিনি বলছেন, "বাংলাদেশে পেঁয়াজের বাজার অনেকটাই ভারতের ও...