বারঘরিয়া কাজীপাড়ার (সাফি) নামের এক যুবকের নদীতে ডুবে মৃত্যু

প্রকাশিত : ১২/০৮/২০১৯, সময় : ১১.০০এ.এম

বারঘরিয়াই মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মৃত যুবক সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড  কাজীপাড়া এলাকার মাহাবুবুর রহমানের ছেলে সেফাউর রহমান সাফি (২৫)।

এ বিষয়ে বারোঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের স্থানীয়দের বরাত দিয়ে জানান, মাহাবুবুর রহমানের ছেলে সাফি আজ সোমবার সকাল ৭ টায় বাড়ি থেকে বের হয় নদীতে গোসল করার উদ্দেশ্যে। এরপর সে বারোঘরিয়া বাজার এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংকের পেছনের ঘাটে গোসল করতে নামলে এক সময় সে তলিয়ে যেতে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এ সময় নদীতে গোসল করতে থাকা স্থানীয়রা শত চেষ্টা করেও সাফিকে খুঁজে না পাওয়ায় স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ৩ সদস্যের একটি দল এক ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টায় মহানন্দা নদীর গভীর থেকে সাফির মরদেহ উদ্ধার করে। পরে তার পরিবারের কাছে সাফির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, পাঁচ ভাই বোনের মধ্যে ছোট সাফি রোজার আগে কাতার থেকে ছুটি নিয়ে বাংলাদেশে আসে।

Comments

Popular posts from this blog