চাঁপাইনবাবগঞ্জে DNC এর অভিযানে আটক (০৭) সাত ও অর্থ এবং কারাদণ্ড প্রদান ।

প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ০৪:৪০pm

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক ২৮/০৭/২০১৯ তা‌রিখ উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম-এর নের্তৃত্বে সকাল ০৮.০০ ঘটিকা থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে সদর উপজেলার নামো শংকরবাটি ফতেপুর গ্রামস্থ মোঃ ইসরাফিল হকের ছেলে মোঃ নান্টু(৩২), শংকরবাটি বটতলাহাট  গ্রামস্থ মৃত ইনসান আলীর ছেলে মোঃ আহসান (৪৫),  একই গ্রামস্থ মোঃ আমিনুল ইসলাম এর ছেলে মোঃ হেলাল (৩২), শংকরবাটি মন্ডল পাড়াস্থ মৃত আলতাজ এর ছেলে মোঃ মতিন(৫৮), জীয়ানগর গ্রামস্থ মৃত জমসেদ আলীর ছেলে মোঃ শহীদ রানা(২৩), গোমস্তপুর উপজেলার রহনপুর কাঞ্চনতলা গ্রামস্থ মৃত নজরুল ইসলাম এর ছেলে মোঃ তহুরুল(৩০), রাজশাহী চন্দ্রীমা উপজেলার আসাম কলোনী  বউবাজারস্থ মৃত রফিজ উদ্দিন এর ছেলে মোঃ মিজান (৩২) দেরকে ৫৫ পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়।

পরে মোবাইল কো‌র্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ আসাদুজ্জামান আসামী মোঃ মিজান কে ১৫ দিনের  বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, এক্সিঃ ম্যাজিঃ জনাব খাদিজা বেগম আসামী মোঃ আহসান কে ১ মাসের  বিনাশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, আসামী মোঃ হেলাল কে ৭ দিনের  বিনাশ্রম কারাদন্ড এবং ২০,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ সাইফুল ইসলাম আসামী মোঃ নান্টু কে ২ মাসের  বিনাশ্রম কারাদন্ড এবং ১,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, আসামী মোঃ মতিন কে ৭ দিনের  বিনাশ্রম কারাদন্ড এবং ১,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ২ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ ইকবাল হাসান আসামী মোঃ শহীদ রানা কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন,  এক্সিঃ ম্যাজিঃ জনাব নিশাত আনজুম অনন্যা আসামী মোঃ তহুরুল কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন,  সকলকে জেল হাজ‌তে প্রেরণের নির্দেশ দেন।

Comments

Popular posts from this blog