মহারাজপুর মেলার মোড়ে র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমানে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক
![]() |
প্রকাশিত : ০৩/১০/২০১৯, সময় : ১০:১৫পি,এম |
র্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমানে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ০৩ অক্টোবর ২০১৯ তারিখ আনুমানিক বিকাল ০৩.৪০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর মেলার মোড়ের দুলাল মার্কেটের সামনে অপারেশন পরিচালনা করে।
অভিযানে, মাদক ব্যবসায়ী ১। মোঃ সিহাব (২৬), পিতা-মারতু বিশ্বাস, সাং-ভাগ্যভগবানপুর ২। মোঃ সেলিম রেজা (২৬), পিতা-মোঃ আঃ খালেক, সাং-আকন্দবাড়ি, ৩। মোঃ ইব্রাহীম বিশ্বাস (৩৫) পিতা- মোঃ রইজুদ্দিন, সাং-আকান্দবাড়ি, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে (ক) ৪,৯২৫ পিচ ইয়াবা (খ) ০২ টি মোবাইল (গ) ০৪ টি সীমকার্ড (ঘ) ০২ টি মেমোরী কার্ড (ঙ) ৪,৮০০/-টাকা সহ আটক করা হয়।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদক-কে না বলুন।
Comments