
শিশু তুহিন হত্যায় স্বজনরাই জড়িত প্রকাশিত : ১৪/১০/২০১৯, সময় : ১১:৩০পি,এম শিশু তুহিন হত্যা নিয়ে সংবাদ সম্মেলন পুলিশ প্রশাসনের চাঞ্চল্যকর শিশু তুহিন হত্যা মামলার জট খুলতে শুরু করেছে। বেরিয়ে আসছে মুল রহস্য। পুলিশের ধারণা দীর্ঘ দিনের গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নৃশংস ভাবে শিশু তুহিনকে পৈচাশিক উপায়ে নির্মম ভাবে খুন করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় শিশুর বাবাসহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া কেজাউড়া গ্রাম থেকে শিশু তুহিনের মরদেহ উদ্ধার করা হয়। তুহিন রাজানগর ইউনিয়নের গচিয়া কেজাউড়া গ্রামের আবদুল বছির মিয়ার ছেলে। পুলিশ জানায়, হত্যাকারীরা ধারালো অস্ত্র দিয়ে শিশুটির কান, গলা ও লিঙ্গ কেটে পাশবিক কায়দায় হত্যা করে গাছের সঙ্গে ঝুঁলিয়ে রাখে। শিশুটির পেটে বিদ্ধ ছিল দুটি ধারালো ছুরি। শিশুর মরদেহে বিদ্ধ দুটির ছুরিতে সোলেমান ও সালাতুলের নাম লেখা রয়েছে। এ নাম দুটি নিয়ে শিশু হত্যার রহস্য আরও ঘনীভূত হচ্ছে। পুলিশ জানায়, অনেক ক্লু আমাদের হাতে এসেছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুর বাবা-চাচা, চাচিসহ...