Posts

Image
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ। 29 April 2020 বিশেষ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়েরের বিরুদ্ধে ত্রাণের চালসহ ভিজিডির কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, বারঘরিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নিজের ছেলে আসিফ, হারেজ মেম্বার, হারেজ মেম্বারের ২য় স্ত্রী বিজলি বেগম, বাক্কার চৌকিদার ও মামুন সহ কয়েক জনের সহযোগিতায় ভিজিডির ১৩০টি কার্ড এবং ১০ টাকা কেজি দরে চালের ১৩৫০টি কার্ড অর্থের বিনিময়ে প্রদান করায় প্রকৃত সুবিধাভোগিরা সেটা থেকে বঞ্চিত হয়েছেন। ১০ টাকা কেজি চাল ও ভিজিডি একই পরিবারে ৪ টি কার্ড দেয়ার নজির সৃষ্টিও করেছেন চেয়ারম্যান আবুল খায়ের। এছাড়াও তিনি ২০১৯-২০২০ অর্থবছরে মাতৃত্বকালীন ভাতা, চল্লিশ দিনের কর্মসূচি, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ডে অর্থ আদায় করেছেন এবং টাকার কথা প্রকাশ পেলে কার্ডগুলো বাতিল করা হবে বলে হুমকি দিয়ে রেখেছেন। অন্যদিকে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণের চাল নিয়েও অনিয়মের আশ্রয় নিয়েছেন। এলাকায় স্বচ্ছল ব্যক্তি হিসেবে চিহ্নিতসহ একই প...
Image
দেশিয় পিয়াজ বাজারে আসা শুরু প্রতি কেজি ৫৫ টাকা প্রকাশিত : ১৭/১১/২০১৯, সময় : ১২:১২এ.এম দেশে যেখানে পিয়াজের বাজারে আ’গুন।ধাপে ধাপে পিয়াজের দাম বেড়েয় চলেছে। যেখানে আমাদের বন্ধু রাষ্ট ভা’রত আমাদেরকে পিয়াজ না দিয়ে মিয়ানমারকে পিয়াজ দিচ্ছে।যেখানে অ’সাধু ব্যবসায়িরা পিয়াজকে স্টক করে রেখে পিয়াজের দাম বাড়াচ্ছে। সেখানে আমাদের দেশের হা’রভাঙ্গা,সোনালী ফসল ফলা কৃষক ভাইয়েরা নিয়ে এলো নতুন দেশি পিয়াজ। কৃষক ভাইয়েরা দেখিয়ে দিলো আমরাও পারি। দেশে পিয়াজ সঠিক ভাবে চাষ করলে ভা’রতের কাছে আমাদের হাত পাততে হবে না। দেশের কিছু কিছু জায়গায় নতুন পেঁয়াজ চলে এসেছে। জয়পুরহাট,বগুড়া সহ আজ মানিকগঞ্জের একটি বাজারে নতুন পিয়াজ বিক্রি করতে দেখা গেছে যার বাজার দর প্রতি কেজি ৫৫ টাকা। কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সর্বত্র বাজারে চলে আসবে দেশীয় পেঁয়াজ। এর মাধ্যমে খুব শীঘ্রই পেঁয়াজের স’ঙ্কট কেটে যাবে বলেও আশা করা হচ্ছে।দেশিও পিয়াজ উতপাদনেে কৃষকভাইদের এগিয়ে আসতে হবে আরো তৎপর হতে হবে।
Image
পিঁয়াজ এর দাম বাড়ার কারণ  প্রকাশিত : ১৬/১১/২০১৯, সময়: ০৮:২৫এ,এম ঢাকায় বাজারে বৃহস্পতিবার সকালের দিকে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ১৯০ টাকার মতো। গতকাল যা ছিল ১৪৫ টাকা। পারদ গরম দিলে যেমন এর তাপ বাড়ে সে রকমভাবেই দিনভর একটু একটু করে পেঁয়াজের দাম বেড়ে দিন শেষে ২২০ টাকায় গিয়ে ঠেকেছে। বিক্রেতারা সরাসরি বলছেন, কাল এই দাম আরও বাড়বে। ঢাকার সুপারশপগুলোতেও ইতিমধ্যেই দু'শর উপরে দাম নেয়া হচ্ছে। সেপ্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার পর থেকে সরকার বেশ কিছু উদ্যোগের কথা বললেও এর দাম কিছুতেই পড়ছে না। আমদানি থেকে শুরু করে বেচা-কেনার কয়েক ধাপে কথা বলে বোঝার চেষ্টা করা হয়েছে কী বিষয় দাম না কমার পেছনে কাজ করছে। ভারত থেকে আমদানি বন্ধই কী একমাত্র কারণ? পেঁয়াজের ব্যবসায়ীদের একটি সমিতি জানিয়েছে, পেঁয়াজের চাহিদার ৬০% মেটানো হয় দেশে উৎপাদিত পেঁয়াজ থেকে। বাকি ৪০% আমদানি করা হয়। আর ভারত থেকেই সিংহভাগ আমদানি করা হয়। মো. রফিকুল ইসলাম রয়েল বেনাপোলের একজন পেঁয়াজ আমদানিকারক। তিনি বলছেন, "বাংলাদেশে পেঁয়াজের বাজার অনেকটাই ভারতের ও...
Image
শিশু তুহিন হত্যায় স্বজনরাই জড়িত  প্রকাশিত : ১৪/১০/২০১৯, সময় : ১১:৩০পি,এম শিশু তুহিন হত্যা নিয়ে সংবাদ সম্মেলন পুলিশ প্রশাসনের চাঞ্চল্যকর শিশু তুহিন হত্যা মামলার জট খুলতে শুরু করেছে। বেরিয়ে আসছে মুল রহস্য। পুলিশের ধারণা দীর্ঘ দিনের গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নৃশংস ভাবে শিশু তুহিনকে পৈচাশিক উপায়ে নির্মম ভাবে খুন করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনায় শিশুর বাবাসহ ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া কেজাউড়া গ্রাম থেকে শিশু তুহিনের মরদেহ উদ্ধার করা হয়। তুহিন রাজানগর ইউনিয়নের গচিয়া কেজাউড়া গ্রামের আবদুল বছির মিয়ার ছেলে। পুলিশ জানায়, হত্যাকারীরা ধারালো অস্ত্র দিয়ে শিশুটির কান, গলা ও লিঙ্গ কেটে পাশবিক কায়দায় হত্যা করে গাছের সঙ্গে ঝুঁলিয়ে রাখে। শিশুটির পেটে বিদ্ধ ছিল দুটি ধারালো ছুরি। শিশুর মরদেহে বিদ্ধ দুটির ছুরিতে সোলেমান ও সালাতুলের নাম লেখা রয়েছে। এ নাম দুটি নিয়ে শিশু হত্যার রহস্য আরও ঘনীভূত হচ্ছে। পুলিশ জানায়, অনেক ক্লু আমাদের হাতে এসেছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুর বাবা-চাচা, চাচিসহ...
Image
মহারাজপুর মেলার মোড়ে র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমানে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক প্রকাশিত : ০৩/১০/২০১৯, সময় : ১০:১৫পি,এম র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমানে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ০৩ অক্টোবর ২০১৯ তারিখ আনুমানিক বিকাল ০৩.৪০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর মেলার মোড়ের দুলাল মার্কেটের সামনে অপারেশন পরিচালনা করে। অভিযানে, মাদক ব্যবসায়ী ১। মোঃ সিহাব (২৬), পিতা-মারতু বিশ্বাস, সাং-ভাগ্যভগবানপুর ২। মোঃ সেলিম রেজা (২৬), পিতা-মোঃ আঃ খালেক, সাং-আকন্দবাড়ি, ৩। মোঃ ইব্রাহীম বিশ্বাস (৩৫) পিতা- মোঃ রইজুদ্দিন, সাং-আকান্দবাড়ি, সর্ব থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে (ক) ৪,৯২৫ পিচ ইয়াবা (খ) ০২ টি মোবাইল (গ) ০৪ টি সীমকার্ড (ঘ) ০২ টি মেমোরী কার্ড (ঙ) ৪,৮০০/-টাকা সহ আটক করা হয়। র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন। মাদক-কে না বলুন।
Image
মাদকের নতুন আইন যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড ..... প্রকাশিত : ৩০/০৯/২০১৯, সময় : ১২:১০এ.এম (cp-news) কারও কাছে ২৫ গ্ৰাম বা তার বেশি ইয়াবা, কোকেন, হেরোইন ও পেথিড্রিন জাতীয় মাদক পাওয়া গেলে, বা এটা পরিবহন, চাষাবাদ, উৎপাদন, আমদানি-রপ্তানি বা বাজারজাত করলে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড ।  এই বিধান রেখে আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল ২০১৮ জাতীয় সংসদে পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি পাসের জন্য উত্থাপন করেন। হেরোইন, কোকেন ও কোকা থেকে তৈরি মাদক, মরফিন, টেট্রাহাইড্রোক্যানাবিনল, অপিয়াম, ক্যানাবিস রেসিন, মেথাডন জাতীয় মাদকের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আগের আইনেই ছিল। নতুন আইনে বলা হয়েছে, এসব মাদক ২৫ গ্রামের বেশি কেউ বহন, পরিবহন বা স্থানান্তর এবং আমদানি বা রপ্তানি করলে কিংবা চাষাবাদ, উত্‌পাদন বা প্রক্রিয়াজাতকরণে জড়িত হলে শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মুত্যুদণ্ড। এ বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব করে জাতীয় পার্টির সাংসদ শামীম হায়দার পাটোয়ারী বলেন, “নিষ্ঠুর আইন। ২৫ গ্রাম পরিমাণের মাদক পেলেই সাজা হবে যাবজ্জীব...
Image
শিবগঞ্জে রুবেলের কব্জি কেটে নেয়া মামলায় চেয়ারম্যান ফয়েজ সহ ৫ জনের ৪ দিন রিমান্ড প্রকাশিত : ২০/০৯/২০১৯, সময় : ১০:৩০পি,এম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবকের দুই হাতের কব্জি কেটে নেয়া মামলায় প্রধান আসামী উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিনসহ ৫ জনের ৪দিন কওে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে শিবগঞ্জ থানা পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে আসামীদেও আদালতে হাজির করা হলে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আমলী আদালত ‘খ’ অঞ্চলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাইনুল হোসেন প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামীরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ও তার সহযোগী তারেক আহেম্মদ, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলমও তারিক হাসান রিমন। মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ‘অধিকতর তদন্ত ও আলামত সংগ্রহের জন্য আসামীদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে বিজ্ঞ আদালত প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ তিনি আরো জানান, পদ্মা নদীর খেয়াঘাট নিয়ে পূর্ব শত্রুতার জের ধওে বুধবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন...