চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম জাকারিয়ার উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তি দাবিতে আজ রবিবার বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১০টায় জেলা স্বেচ্ছাসেবক লীগ এ কর্মসূচির আয়োজন করে।
শহীদ মনিমুল হক সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। জেলা জেলাস্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, সদর উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটু, জেলা স্বচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব আব্দুর রাকিব, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামানিক।
শহীদ মনিমুল হক সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। জেলা জেলাস্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, সদর উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান টিটু, জেলা স্বচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, জেলা তাঁতী লীগের সদস্য সচিব আব্দুর রাকিব, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামানিক।
সমাবেশে বক্তারা বলেন-“জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়াকে হত্যার উদ্দেশ্যে তার উপর সন্ত্রাসীরা হামলা চালায়। আগামী ৭ দিনের মধ্যে জাকারিয়ার উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে”।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সোমবার রাতে বাড়ি ফেরার পথে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম জাকারিয়া সন্ত্রাসী হামলার শিকার হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Comments