চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিচ ইয়াবা সহ ৪ জন গ্রেপ্তার 


     Tuesday, April 23, 2019

নিউজ ডেস্ক : চাঁপাই প্রতিদিন



সোমবার রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. রায়হান আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক সোহরাব হোসেন, সিপাই মো. মোস্তাফিজার রহমান, সিপাই হাবিবা খাতুনকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০পিচ ইয়াবাসহ হাতেনাতে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 



গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট ম্যালকার পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে ফটিক (৩৮) ও একই এলাকার মাইনুল ইসলামের ছেলে পারভেজ (২২)।


জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার টাকা। এসময় একটি মাদকবহনে মটরসাইকেলও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১টি মামলা দায়ের করা হয়েছে।  জেলায় মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এছাড়াও মো. নুরুল ইসলামের ছেলে মো. রোবায়েত ইসলাম (২৩) ও মো. জালালের ছেলে মো. শিপন (২০) কে মাদকসেবনের অপরাধে মোবাইল কোর্ট’র  মাধ্যমে ৬ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অন্যথায় ১ দিনের জেল ও ৬দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অন্যথায় ১ দিনের জেল রায় দেয়া হয়।

Comments

Popular posts from this blog