চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিচ ইয়াবা সহ ৪ জন গ্রেপ্তার
Tuesday, April 23, 2019
নিউজ ডেস্ক : চাঁপাই প্রতিদিন
সোমবার রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের অভিযানে ২০০ পিচ ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. রায়হান আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক সোহরাব হোসেন, সিপাই মো. মোস্তাফিজার রহমান, সিপাই হাবিবা খাতুনকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০পিচ ইয়াবাসহ হাতেনাতে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট ম্যালকার পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে ফটিক (৩৮) ও একই এলাকার মাইনুল ইসলামের ছেলে পারভেজ (২২)।
এছাড়াও মো. নুরুল ইসলামের ছেলে মো. রোবায়েত ইসলাম (২৩) ও মো. জালালের ছেলে মো. শিপন (২০) কে মাদকসেবনের অপরাধে মোবাইল কোর্ট’র মাধ্যমে ৬ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অন্যথায় ১ দিনের জেল ও ৬দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড অন্যথায় ১ দিনের জেল রায় দেয়া হয়।
Comments