চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
ছবি : চাঁপাই প্রতিদিননিজস্ব প্রতিবেদকঃ আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালুর দাবীতে মানববন্ধন করে জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। আজ বুধবার দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটি ও সংরক্ষিত নারী সংসদ সদস্যের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বিশিষ্ট সমাজসেবক ও সংস্কৃতি ব্যক্তিত্ব মনিম-উদ-দৌলা চৌধুরী, আইনজীবী ও আ’লীগ নেতা মো. নজরুল ইসলাম, আ’লীগ নেতা এ্যাড মো. মিজানুর রহমান, নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান তোতা, গোলাম শাহনেওয়াজ অপু, জিয়াউর রহমান আরমান, নারী নেত্রী শাকিনা খাতুন পারুল, সাংবাদিক শহিদুল হুদা অলক, ছাত্রনেতা কৌশিক আহম্মেদ, তসিকুল রেজা খান তনু। এসময় একাত্মতা ঘোষনা করে বক্তব্য দেন, ট্রাক মালিক গ্রুপের সভাপতি এ্যাড. আব্দুস সামাদ বকুল, নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহম্মেদ বাদশা, ক্রীড়া সংগঠক মো. তৌফিকুল ইসলাম তোফা, ঠিকাদার সমিতির সদস্য নিয়ামুল হক প্রমুখ।
বক্তারা বলেন, আমনুরা বাইপাস নির্মাণ করা হলেও লালফিতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু প্রক্রিয়া বন্ধ রয়েছে। আমলাতন্ত্রিক জটিলতা এবং বিভিন্ন অজুহাতে আন্তঃনগর ট্রেন চালু না করার পাঁয়তারা করছে একটি চক্র। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের অংশহিসেবে জেলা অচল করে দেয়ার ঘোষণা দেন বক্তারা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের রেলওয়ের উন্নয়নে সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ তার সময়ের পুরোটা জুড়েই চেষ্টা করে গেছেন। এর ফলে রেল স্টেশনের সার্বিক উন্নয়ন হয়েছে।
Comments