বঙ্গবন্ধু সেতুপুর্ব এলাকায় কারারক্ষীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

 তারিখ: 21 April 2019




টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল জেলাধীন কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু এলাকায় বঙ্গবন্ধু পুর্ব থানা পুলিশ শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ একশ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে। আটককৃত কুষ্টিয়া জেলার পেয়ারাতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে রাজু। তিনি কারারক্ষী হিসেবে বাগেরহাট কারাগারে কর্মরত আছে।
অন্যানোরা হলো ভেড়ামাড়া এলাকার সাহাবুল ইসলাম, দৌলতপুর দারেরপাড়া পাকুরিয়া গ্রামের ফয়সালের ছেলে আনোয়ার পারভেজ, দারেরপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে ফরহাদ পারভেজ।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন জানান, রাতে উত্তরবঙ্গ থেকে প্রাইভেটকারযোগে মাদক নিয়ে ঢাকায় যাচ্ছিলেন ওই চার ব্যক্তি। প্রাইভেটকারটি বঙ্গবন্ধুসেতু পূর্ব গোলচত্বর এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার একদল পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ চারজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একশ এক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে একজন কারারক্ষী রয়েছেন বলে জানান ওসি।
আসামিদের বিরুদ্ধে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদেরকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে

Comments

Popular posts from this blog