চাঁপাইনবাবগঞ্জে এমপি হারুন ও আমিনুল সহ ৪ এমপি শপথ নেয়ায় আনন্দ মিছিল
বিশেষ প্রতিনিধিঃ
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষে একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হারুনুর রশিদ স্পিকারের কাছ থেকে শপথ গ্রহণ শেষ হলেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি কার্যালয় হতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতির নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সদর উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহসান হাবীব, মইদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সারোয়ার জাহান, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি সামিরুল ইসলাম পলাশ, সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, পৌর ছাত্রদলের মীম ফজলে আজিম প্রমুখ।
Comments