র‌্যাবের অভিযানে রাজশাহীতে ৯৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩





শিক্ষা নগরী রাজশাহীর পুঠিয়ায় শনিবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে ২৮ এপ্রিল রবিবার বিপুল পরিমান গাঁজাসহ ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নের্তৃত্বে রাজশাহী জেলার পুঠিয়া বাজারে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৯৬ কেজি গাঁজাসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় নগদ ১০ হাজার ৬০০ টাকাও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম জেলার চাকতাই ভাঙ্গাপোল উপজেলার বাকুলিয়ার আবুল হোসেনের ছেলে মিরাজ (৩৩), কুমিল্লা জেলার সোনাকান্দা উপজেলার মুরাদনগরের মৃত বাবুলের ছেলে সোহেল (৩০) ও নওগাঁ জেলার কুসুমবাগ উপজেলার মান্দার মুনসুরের ছেলে মিঠু আলী (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানায়। মাদকসহ তাদের থানায় সোপর্দ করা হয়েছে

Comments

Popular posts from this blog