চাঁপাই প্রতিদিন
র্যাবের হাতে গোদাগাড়ীর ইয়াবা সুন্দরী গ্রেফতার।।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক গত ১৯ এপ্রিল ২০১৯ তারিখ আনুমানিক সকাল ০৮.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (রুয়েট) গেট সংলগ্ন বিআরটিসির যাত্রী ছাউনীর ভিতরে অভিযান পরিচালনা করে।
অভিযানে শীর্ষ মহিলা মাদক ব্যবসায়ী মোছাঃ আজিজা আক্তার রিয়া @ পলি (২১), পিতা-মোঃ মাহাতাব আলী আবু, সাং-তিলাহাড়ি কাঁকনহাট, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে (ক) ২৯০০ (দুই হাজার নয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট (খ) ০১ টি মোবাইল (গ) ০১ টি সীমকার্ড (ঘ) ০১ টি মেমোরীকার্ড (ঙ) ০১ টি ভেনিটি ব্যাগসহ গ্রেফতার করে র্যাব।
চলো যাই যুদ্ধে ।।
মাদকের বিরুদ্ধে ।।
Comments