চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় (০১) জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত ০৪ আগষ্ট ২০১৯, সময় : ৩:৫০পি,এম





মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড।

০১ কেজি ৫৫০ গ্রাম হেরোইনের মামলায় ( সদর  থানার মামলা নং ৩৯ তারিখ ২০/১০/১৭, জি আর ৬১২/১৭, সেশন ৪১৭/১৮) আসামী মোজাম্মেল হক ওরফে কালু মেম্বার (৫৫)পিতা মৃত গিয়াস উদ্দিন সাং বাররশিয়া থানা-চাঁপাই নবাবগঞ্জকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী সাহেব। মামলার বাদী Rab, আই ও পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম।

Comments

Popular posts from this blog