চাঁপাই প্রতিদিন

বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-৫, রাজশাহী তার দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্বাত্মকভাবে কাজ করে চলেছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক অদ্য ২০ এপ্রিল ২০১৯ তারিখ দুপুর আনুমানিক ১২:১৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাদনচক গ্রামস্থ ভুসগাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে, চাঁপাইনবাবগঞ্জের এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ী, মোঃ সৈবুর রহমান @ বাবু (১৯), পিতা-মোঃ আব্দুর রকিব, সাং-তারাপুর মোড়লপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

এসময় তার নিকট থেকে, (১) ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল-০৪ টি (মেইড ইন ইউ.এস.এ), (২) পিস্তলের ম্যাগাজিন-০৮ টি, (৩) পিস্তলের গুলি-২৬ রাউন্ড, (৪) মোবাইল ফোন-০১ টি, (৫) সিম কার্ড-০২ টি (০১ টি ভারতীয় সিম), (৬) মেমোরী কার্ড-০১ টি, (৭) নগদ-৩৮৫/-টাকা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
অবৈধ অস্ত্রমুক্ত স্বদেশ গড়ুন।

Comments

Popular posts from this blog