শিবগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার ১





চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকায় অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিলসহ শ্রী আশিক মন্ডল অসিত (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের মৃত বীরেন মন্ডলের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা মনাকষা গ্রামে মনাকষা-খাসেরহাটগামী পাকা রাস্তার পূর্ব পাশে দুজন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৯-০৪-২০১৯) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল ওই স্থানে দ্রুত অভিযান চালায়। অভিযানে শ্রী আশিক মন্ডল অসিতকে ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৫ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলের মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।
র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

Comments

Popular posts from this blog