শিবগঞ্জে ফেনসিডিলসহ গ্রেফতার ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকায় অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিলসহ শ্রী আশিক মন্ডল অসিত (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের মৃত বীরেন মন্ডলের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানায়, জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা মনাকষা গ্রামে মনাকষা-খাসেরহাটগামী পাকা রাস্তার পূর্ব পাশে দুজন ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৯-০৪-২০১৯) রাত সাড়ে ১০টার দিকে র্যাবের একটি আভিযানিক দল ওই স্থানে দ্রুত অভিযান চালায়। অভিযানে শ্রী আশিক মন্ডল অসিতকে ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৫ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলের মূল্য ১ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
Comments