চাঁপাইনবাবগঞ্জে আবারো ডিবির অভিযানে ট্রাকসহ ফেন্সিডিল আটক : গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে বুধবার দিবাগত রাত ২ টার পরে জেলা গোয়েন্দা শাখা ডিবির মাদক বিরোধী অভিযানে ৩২৮ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়। যার নম্বর ঢাকা মেট্রো ট-২২-৭৯৯৬।
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহিদ পিপিএম ও এসআই রাশেদুল ইসলাম, বিকাসসহ সঙ্গীয় ফোর্স শিবগঞ্জ উপজেলার ধোবপুকুরে অবস্থিত মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে থেকে ট্রাকে তল্লাসী চালিয়ে ৩২৮ বোতল ফেন্সিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘির মো. কালুর ছেলে মো. ইদুল (৩৬)। প্রাথমিক ডিবির জিজ্ঞাসাবাদে ইদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন বলে স্বীকার করেন।
অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার আরো জানান, জেলায় মাদক সেবন, বিক্রি ও পাচার বন্ধ করতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম’র কড়া নির্দেশনা আছে।
সে মোতাবেক পুলিশ এবং গোয়েন্দা পুলিশ সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছেন মাদকের ভয়াল বিস্তার রোধ করতে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। -কপোত নবী, ২৫ এপ্রিল-২০১৯, চাঁপাইনবাবগঞ্জ।
Comments