চাঁপাইনবাবগঞ্জে ৩০০০ কৃষকের মাঝে আউস বীজ ও রাসায়নিক সার বিতরণ


                                  ছবি : চাঁপাই প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে উপশী আউস বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  
মঙ্গলবার বেলা ১১ টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৫০০০ কেজি আউস বীজ, ডিএপি সার ৪৫০০০ কেজি এবং ৩০০০০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।  
বিতরণ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।  অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান।  
পরে, সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩ হাজার কৃষকের মাঝে প্রতিজনকে আউশ বীজ ৫ কেজি, ডিএপি সার ১৫ কেজি, এমওপি সার ১০ কেজি  করে বিতরণ করা হয়। 

Comments

Popular posts from this blog