চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার ১



প্রকাশিত: ২৫-০৪-২০১৯, সময়: ১১.২৫ এ এম

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাশেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সন্ধ্যায় পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোটাপাড়ার নজরুল ইসলামের ছেলে বাদশা (৩৭)। গ্রেপ্তারকৃত বাদশার বিরুদ্ধে পূর্বের মাদক মামলাও চলমান রয়েছে।
অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার আরো জানান, জেলায় মাদক সেবন ও বিক্রি বন্ধ করতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম’র কড়া নির্দেশনা আছে। সে মোতাবেক পুলিশ এবং গোয়েন্দা পুলিশ সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছেন মাদকের ভয়াল বিস্তার রোধ করতে।

Comments

Popular posts from this blog