৮ বছর পর আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণায় উচ্ছসিত চাঁপাইনবাবগঞ্জবাসী
চাঁপাই প্রতিদিন : ৮ বছর পর প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস চালুর ঘোষণা দেয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী উচ্ছাস প্রকাশ করেছেন।
২০১১ সালের ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী সরাসরি আন্তঃনগর ট্রেন চালু করার প্রতিশ্রুতি দেন। এরপর সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের ঐকান্তিক প্রচেষ্টায় রেললাইন সংস্কার, আমনুরা বাইপাস রেল স্টেশন নির্মাণসহ চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে অবকাঠামোগত উন্নয়ন করা হয়।
কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এদিকে, বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী থেকে বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেন উদ্বোধনের ঘোষণার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন চালুর ঘোষণা দেন।
এ ঘোষণার পরপরই জেলার সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন। পরে, সদর উপজেলা আওয়ামীলীগের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি ও সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, বিগত ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় থাকার সময় রেলের উন্নয়ন না করায় যাত্রী সাধারণ মুখ ফিরিয়ে নিয়েছিল। ২০০৮ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর পৃথক রেল মন্ত্রণালয় গঠন করে গত ১০ বছরে রেলের ধারাবাহিক উন্নয়নের মধ্যদিয়ে রেলকে মানুষের দোড়গোড়ায় নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন। তিনি আরো বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ সমীক্ষার কাজ শুরু হবে।
Comments