মন্টু ডাক্তার স্মৃতি ক্রিকেটে শাহবাজপুর চ্যাম্পিয়ন


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে মইন উদ্দিন আহমেদ মন্টু ডাক্তার স্মৃতি আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে শিবগঞ্জ পৌরসভাকে ৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শাহবাজপুর ইউনিয়ন ক্রিকেট দল।
বিজয়ী দলের হাতে তুলে দেন অতিথিরা
এ উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেখ রাসেল স্মৃতি ক্রীড়া একাডেমির আহবায়ক সাইফুল ইসলাম মিটুল খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, নয়ালাভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান এডু, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক।
পরে রানার আপ ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা।

Comments

Popular posts from this blog