প্রেস বিজ্ঞপ্তি 🖥 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পশ্চিম পাঁকা চর বিলের ফেরীঘাট বৈধভাবে ইউনিয়ন পরিষদের কাছ থেকে ইজারা নেয়ার পরও দখলে না দিয়ে অবৈধভাবে ওই ফেরীঘাটের টাকা উত্তোলনের অভিযোগ এবং পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি ফেরী ঘাটের টাকা অবৈধভাবে আদায়ের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ঘাটের ইজারাদার আব্দুস সালামের পক্ষে অংশিদার এস.এম আল আমিন (জুয়েল)।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ পাঁকা ইউনিয়ন শাখার সভাপতি এস.এম আল আমিন (জুয়েল)।
লিখিত বক্তব্যে বলা হয়, পাঁকা ইউনিয়ন পরিষদ থেকে টেন্ডারের মাধ্যমে ১৪২৬ সনের জন্য শিবগঞ্জ উপজেলার পশ্চিম পাঁকা চর বিলের ফেরীঘাট ইজারা নেয় একই উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মো. আব্দুস সালাম।
কিন্তু পাঁকা পার্শ্ববর্তী উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিনের সন্ত্রাসী বাহিনী পাঁকা ইউনিয়ন পরিষদ থেকে বুঝিয়ে দেয়া বৈধভাবে ইজারা নেয়া ঘাটটি মালিককে দখলে নিতে বা খাজনা উত্তোলন করতে দিচ্ছে না। এখানেই শেষ নয়, উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিনের নির্দেশে তার বাহিনীর লোকজন পার্শ্ববর্তী লক্ষিপুর ফেরী ঘাট,
হাসানপুর ফেরী ঘাট ও নিউ পদ্মা ফেরী ঘাট সরকারীভাবে ইজারা না হলেও জোরপূর্বক খাজনা আদায় করছে এবং নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করছে। এতে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে।
এদিকে ওই সব ঘাট এলাকায় নদীতে কোন পানি না থাকায় কোন নৌকা বা খেয়ার প্রয়োজনও হয় না। ফলে এলাকার মানুষ বা ব্যবসায়ীরা পায়ে হেঁটেই যাতায়াত করছে। তারপরও উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিনের লোকজন সম্পূর্ণ অবৈধভাবে মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে। যা রীতিমত চাঁদাবাজী।
ইতোপূর্বের ওই ঘাট এলাকায় সন্ত্রাসী হামলাও চালায় উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিনের বাহিনীর লোকজন। বিষয়গুলো নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বৈধভাবে নেয়া শিবগঞ্জ উপজেলার পশ্চিম পাঁকা চর বিলের ফেরীঘাট বৈধ ইজারাদারকে বুঝিয়ে দেয়া এবং অবৈধভাবে ইজারা আদায় বন্ধের জোর দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এমরান ফারুক মাসুম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জুসহ অনান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় উজিরপুরের সিরাজ উদ্দিন, দুর্লভপুরের মো. আহাদ আলী, পাঁকা ইউনিয়নের মো. রবিউল ইসলাম, মো. মিনারুল, মো. কাওসার আলী।
১২ নম্বর পাঁকা ইউনিয়নে উজিরপুর ও দূর্লভপুর ইউনিয়নে পদ্মা নদীর প্যাকেজের ঘাট ইজারা বিষয়ে জোরপূর্বক দখল ও শুকনো বালুচরে জোরপূর্বক টোল আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে গত ১৮ এপ্রিল। এব্যাপারে সংশ্লিষ্টদের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেনি তাঁরা।

Comments

Popular posts from this blog