পিতলের মুর্তিসহ ০১ জন মুর্তি চোরাকারবারী চক্রের সদস্য গ্রেফতার।


       গোপন সংবাদের ভিত্তিতে, অদ্য ২১ এপ্রিল ২০১৯ ইং তারিখ রাত্রি ০১.০০ ঘটিকার সময় র‌্যাব-৫, রাজশাহীর জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল দ্বারা জয়পুরহাট জেলার সদর থানাধীন মাধাইনগর বাজার হতে ২.১০০ (দুই কেজি একশত গ্রাম) ওজনের ০১ (এক) টি পিতলের মুর্তিসহ পিতলের মুর্তি চোরাকারবারী চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পিতলের মুর্তি চোরাকারবারী চক্রের সদস্য হলো; শ্রী চরন টেরু (৪৫), পিতা-মৃত নারায়ন মাঝি, সাং-পূর্ব নারায়ন পাড়া, থানা+জেলা-জয়পুরহাট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ পিতলের মুর্তি চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে ভারতের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।

র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।

Comments

Popular posts from this blog