শিবগঞ্জে স্থানীয় এমপি শিমুলের উদ্যোগে বৈশাখী শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:শিবগঞ্জে আওয়ামীলীগ ওএর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ৪৩চাঁপাইনবাবগঞ্জ ১শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহম্মেদ শিমুল ও তার পরিবারের উদ্যোগে মনাকষা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এমপি শিমুলের ছোট ভাই ও অকল্যান্ড ইউনিভারসিটি অব টেকনোলজি অব নিউজিলান্ড এর শিক্ষক জাহির উদ্দিন আহম্মেদ টিটোর সঞ্চালনায় বৈশাখী শুভেচ্ছা বিনিময় সভায় আলোচনায় অংশ গ্রহন করেন এমপি সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,শিবগঞ্জ পৌর মেয়র এ আর আজরী এম কারিবুল হক রাজিন,ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শিউলী বেগম প্রমুখ।উল্লেখ্য যে বৈশাখী শুভেচ্ছা বিনিময় সভায় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে সকলের জন্য মধ্যহূ ভোজের আয়োজন করা হয়।
Comments