বাগমারা থেকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক



নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে চোরাই মোহরসাইকেল সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে। এসময় উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল। আটক মোটরসাইকেল চোরের নাম লিখন মোল্লা। লিখন ওই এলাকার মোজাম্মেল মোল্লার ছেলে।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সোমবার বিকেলে বাগমারার মোহনগঞ্জ এলাকায় অভিযান চালায়। এসময় লিখনকে আটক করে র‌্যাব। পরে তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকল উদ্ধার করা হয়। লিখন মোটরসাইকেল চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য বলে জানায় র‌্যাব। লিখনকে বাগমারা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

Popular posts from this blog