রাজশাহীর পৃথক দুটি অভিযানে ২১০০ লিটার চোরাই ট্রেনের জ্বালানী ডিজেল সহ ০৪ জন এবং চোরাই মোটর সাইকেল সহ ০১ জন আসামী গ্রেফতার।
সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে গত ২০ মে ২০১৯ ইং তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকায় নাটোর জেলার লালপুর থানাধীন আব্দুলপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে (ক) ১০ টি ড্রাম ও ০৪ টি জারিকেন ভর্তি ২১০০ (দুই হাজার একশত) লিটার চোরাই ট্রেনের জ্বালানী (ডিজেল), (খ) মোবাইল-০৪ (চার) টি, (গ) সিম কার্ড- ০৫ (পাঁচ) টি, (ঘ) মেমোরী কার্ড-০২ (দুই) টি, (ঙ), জ্বালানী (ডিজেল) বিক্রয় লব্ধ-৬৫,৮০০/- (পঁয়ষট্টি হাজার আটশত টাকা), (চ) চোরাই জ্বালানী (ডিজেল) ব্যাবসায় ব্যবহৃত নছিমন-০২ (দুই) টি সহ আসামী ১। মোঃ হাফিজুল ইসলাম @ রাজিব (৩২), পিতা-মোঃ জমশেদ আলী, সাং- গোসাইপুর পশ্চিমপাড়া, ২। মোঃ লালন (৩২), পিতা- মৃত আকবর আলী প্রামানিক, সাং- পোকন্দা, ৩। মোঃ আক্কাস আলী (৪৮), পিতা-মোঃ শাহাদত হোসেন, ৪। মোঃ মাখন (৩০), পিতা-মৃত পলান, ঊভয় সাং- গোসাইপুর পশ্চিমপাড়া, সর্ব থানা-লালপুর, জেলা-নাটোরগণকে হাতেনাতে গ্রেফতার করে।
অপরদিকে সিপিএসসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক একই দিনে আনুমানিক বিকাল ০৩.০০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘমারা থানাধীন মোহনগঞ্জ গ্রামাস্থ অভিযান পরিচালনা করে ০১ টি চোরাই মোটর সাইকেল সহ আসামী মোঃ লিখন মোল্লা,পিতা-মোঃ মোজাম্মেল মোল্লা,আটক করেন।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
Comments