র‌্যাব এর অভিযানে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ তিন চোরকাবারী আটক।






গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক ২৯ মে ২০১৯ তারিখ রাত আনুমানিক ০০.৩০ ঘটিকায় রাজশাহী রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।


অভিযানে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ চোরাকারবারীর সদস্য ১। জাহানারা (৪০), স্বামী-মোঃ আবুল হোসেন, সাং-চক কৃষ্ণপুর,  থানা-মোহনপুর, জেলা-রাজশাহী ২। সালেহা (৪১), স্বামী-জুলমত আলী, সাং-বড়বাড়িয়া, থানা-শাহমখদুম এবং ৩। শেরবানু (৩৫), স্বামী মৃতঃ মোরশেদ, সাং-কোর্ট ষ্টেশন, থানা-রাজপাড়া উভয় রাজশাহী মহানগরকে


(১) VIVEL ALOVERA SOFT SKIN SOAP ৮০ (আশি) পিচ

(২) HARMONY SOAP ১৫০ (একশত পঞ্চাশ) পিচ 

(৩) MARGO SOAP ১০ (দশ) পিচ 

(৪) NEHA HARBAL মেহেদী ৩১৬৭ (তিন হাজার একশত সাতষট্টি) পিচ

(৫) DULHAN KASH KALA তেল ৫০ (পঞ্চাশ) পিচ

(৬) KEO KARPAIN তেল ৩০ (ত্রিশ) বোতল

(৭) ANA AMERICAN GIRL পারফিউম ১৮৭ (একশত সাতাশি) বোতল

এবং নগদ ৬২৯০/-টাকাসহ হাতেনাতে আটক করে র‌্যাব।


র‌্যাবকে তথ্যদিয়ে সহায়তা করুন।।

ঈদ আনন্দ উপভোগ করুন।।

Comments

Popular posts from this blog