চাঁপাইনবাবগঞ্জে একাধীক মামলার আসামী বাঘা অধ্যায়ের সমাপ্তি
চাঁপাইনবাবগঞ্জে একাধীক মামলার আসামী বাঘা অধ্যায়ের সমাপ্তি
প্রকাশের তারিখ: 2 May 2019, সময় : 2:00 AM
একাধীক মামলার আসামী বাঘা অধ্যায়ের সমাপ্তি ঘটল।চাঁপাইনবাবগঞ্জ সদর
উপজেলার রাণীহাটি ইউনিয়নের গুম পাড়ায় বাড়ি বাঘার। বাঘার স্ত্রী ও ছোট্ট ৭
বছরের মেয়ে রয়েছে। নিজ মাটিতে বাঘা নতুন বাড়ি নির্মাণ করছিল। বাইরে
বেশকিছু ইটও রাখা আছে। ছাদ ঢালাই অসম্পন্ন বাড়িতেই বাঘাকে গোসল দেয়া হয়।
পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এলাকার গোরস্থানে বাঘার দাফন সম্পন্ন হয়।
উপজেলার রাণীহাটি ইউনিয়নের গুম পাড়ায় বাড়ি বাঘার। বাঘার স্ত্রী ও ছোট্ট ৭
বছরের মেয়ে রয়েছে। নিজ মাটিতে বাঘা নতুন বাড়ি নির্মাণ করছিল। বাইরে
বেশকিছু ইটও রাখা আছে। ছাদ ঢালাই অসম্পন্ন বাড়িতেই বাঘাকে গোসল দেয়া হয়।
পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এলাকার গোরস্থানে বাঘার দাফন সম্পন্ন হয়।
অস্বাভাবিক মৃত্যুর জন্য এলাকার শতশত নারী-পুরুষ-বৃদ্ধ শিশু একনজর
লাশটিকে দেখার জন্য ভীড় করতে দেখা যায়। তবে আশ্চর্যের ব্যাপার এসময় বাঘার
জন্য কাউকে কাঁদতে বা আহাজারি করতে দেখা যায় নি। এলাকার মুরুব্বীরা
জানাচ্ছিল বাঘার লাশ নিতে পরিবারের কেউ রাজি হচ্ছিল না। তবে শেষে লাশ
গ্রহণ করে পরিবার।
লাশটিকে দেখার জন্য ভীড় করতে দেখা যায়। তবে আশ্চর্যের ব্যাপার এসময় বাঘার
জন্য কাউকে কাঁদতে বা আহাজারি করতে দেখা যায় নি। এলাকার মুরুব্বীরা
জানাচ্ছিল বাঘার লাশ নিতে পরিবারের কেউ রাজি হচ্ছিল না। তবে শেষে লাশ
গ্রহণ করে পরিবার।
নাম প্রকাশ না করার শর্তে বাঘার এক আত্মীয় বৃদ্ধা জানান, সভ্রান্ত এবং
অর্থ, বিত্ত বিশাল সম্পত্তির মালিক তারা। বাঘার বাপ চাচা ও দাদাদের আছে
শতবিঘা জমি। বৃদ্ধা জানান কেমন করে যে বাঘা সন্ত্রাসী ও অপরাধের সাথে
জড়িয়ে গেল কিছু বুঝতে পারিনি। পরে একের পর এক মামলা ও অভিযোগ বাঘার
বিরুদ্ধে হতে থাকে। আজ সেটার শেষ হলো পুলিশের গুলি খেয়ে।
অর্থ, বিত্ত বিশাল সম্পত্তির মালিক তারা। বাঘার বাপ চাচা ও দাদাদের আছে
শতবিঘা জমি। বৃদ্ধা জানান কেমন করে যে বাঘা সন্ত্রাসী ও অপরাধের সাথে
জড়িয়ে গেল কিছু বুঝতে পারিনি। পরে একের পর এক মামলা ও অভিযোগ বাঘার
বিরুদ্ধে হতে থাকে। আজ সেটার শেষ হলো পুলিশের গুলি খেয়ে।
গত ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাঘাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার
করে বাঘার সহযোগীদের গ্রেপ্তারের জন্য নিয়ে পুলপাড়ায় অভিযান চালায়।
এসময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালালে বাঘা পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ সর্টগানের গুলি ছুড়লে বাঘা গুলিবিদ্ধ হয়। এঘটনায় ৩ পুলিশ
সদস্যও আহত হয়।
করে বাঘার সহযোগীদের গ্রেপ্তারের জন্য নিয়ে পুলপাড়ায় অভিযান চালায়।
এসময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালালে বাঘা পালানোর চেষ্টা করে।
এসময় পুলিশ সর্টগানের গুলি ছুড়লে বাঘা গুলিবিদ্ধ হয়। এঘটনায় ৩ পুলিশ
সদস্যও আহত হয়।
পরে বাঘাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাঘা মারা
যায়।ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২রাউন্ড গুলি ও
৪টি হাঁসুয়া উদ্ধার উদ্ধার করা হয়। এভাবেই একাধীক মামলার আসামী বাঘা
অধ্যায়ের সমাপ্তি ঘটল।
হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাঘা মারা
যায়।ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২রাউন্ড গুলি ও
৪টি হাঁসুয়া উদ্ধার উদ্ধার করা হয়। এভাবেই একাধীক মামলার আসামী বাঘা
অধ্যায়ের সমাপ্তি ঘটল।
Comments