চাঁপাইনবাবগঞ্জে ‘বর ও কনের পিতা’র কারাদন্ড
চাঁপাইনবাবগঞ্জে ‘বর ও কনের পিতা’র কারাদন্ড
নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাল্যবিবাহ দেয়ার অপরাধে বর এবং কনের পিতাকে কারাদন্ড প্রদাণ করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।
শুক্রবার দুপুরে কনের পিতার বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে ওই বাল্য বিয়ে বন্ধ করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। পরে বর ও মেয়ের পিতাকে ৬ মাসের কারাদন্ড দেন তিনি।
দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের কাটাবাগান এলাকার আব্দুর রউফ (৩৫) এবং পৌর এলাকার বেলেপুকুরের মো. সাদিকুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (২২)।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, শুক্রবার সদর উপজেলার বালিয়াডাঙ্গা কাটাবাগানে হযরতের বাড়িতে বালিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীর আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহের আয়োজন করে তার পিতা আব্দুর রউফ।
বিষয়টি প্রশাসনের কানে আসলে বিয়ে বাড়িতে হানা দিয়ে কনের পিতা রউফ ও বর রবিউলকে ৬ মাসের কারাদন্ড প্রদাণ করে জেল হাজতে প্রেরণ করা হয়।
Comments