চাঁপাইনবাবগঞ্জে অব্যাহত রয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ


নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর মোড়ে রাস্তার ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এসময় বকুলতলা বাজার ও মহিপুর কলেজ মোড়ে রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে স্থাপিত দোকানপাটসমূহ এবং বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রাস্তার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট সরানোর জন্য অনেক আগেই নোটিশ পাঠানো হয়েছিলো। এমনকি মাইকিং করে তাদের এই স্থান ছেড়ে দেয়ার জন্য অনেকবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তারপরও নির্ধারিত সময়ের মধ্যে তারা সেগুলো না সরানোর জন্য উপজেলা প্রশাসন জনগণের স্বার্থে নিজ উদ্যোগে এইসব স্থাপনা উচ্ছেদ করতে বাধ্য হয়েছে।

Comments

Popular posts from this blog