পাবনায় অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ০৫-০৫-২০১৯




নিজস্ব প্রতিবেদক : পাবনার সদর উপজেলার অন্তর্গত বাংগাবাড়ি গ্রামে স্থাপিত ইটভাটা এসডিএ ব্রিকস লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘ দিন ধরে অবৈধভাবে পরিচালনা করে আসছে। এ অবৈধ ইটভাটার কার্যক্রমে পরিবেশগত দূষনের মাধ্যমে নানামুখী বিপর্যয়ের সন্মুখীন হয়েছেন এলাকার জন সাধারণ।
এ বিষয়ে দৈনিক জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার কারণে বিষয়টি লইয়া’স সোসাইটি ফর ল নামক একটি মানবাধিকার সংগঠন এর দৃষ্টি নিবন্ধিত হলে উক্ত সোসাইটি মহামান্য হাইকোর্ট বিভাগে জনস্বার্থে ৪৯৯১/২০১৯ নং একটি রীট পিটিশন দায়ের করেন। যা রোববার শুনানী হয়। শুনানী শেষে মহামান্য হাইকোর্ট বিভাগ বিবাদীগণের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবেনা ও অবৈধভাবে পরিচালিত ইটভাটা এসডিএ ব্রিকস বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না মর্মে সংশ্লিষ্ট প্রতি রুল জারী করেন। একই সঙ্গে অবৈধভাবে পরিচালিত ইটভাটাটি বন্ধে তাৎক্ষনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। লইয়া’স সোসাইটি ফর ‘ল’ এর পক্ষে রীট মামলাটি পরিচালনা করেন সুপ্রীম কোর্টের আইনজীবি জালাল উদ্দিন উজ্জল।



Comments

Popular posts from this blog