চাঁপাইনবাবগঞ্জ সদর কোর্ট চত্বরে মাদক দ্রব্য ধংস
২১/০৫/১৯ ইং তাং বিকাল ১৬.৩0 ঘটিকায় সদর কোর্ট চওরে নিম্নবর্নিত মালামাল ধংস করা হইয়াছে।
১। ফেন্সিডিল- ৫,৬০১ বোতল,২। চোলাইমদ- ৭৬৫ লিঃ ৩। ইয়াবা-১২,৫২৩ পিচ, ৪। হেরোইন ৩.৯০০ গ্রাম, ৫। গাজা-৫.৫০০ কেজি, ৬।বিদেশীমদ-৩০ বোতল
Comments