শিবগঞ্জে ট্রাক চাপায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নিহত



নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের হরিনগর পিত্তলা এলাকায় ট্রাক চাপায় রবিন আলী (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। নিহত ওই ছাত্র হল- উপজেলার চক বহরম গ্রামের জোবায়েল ইসলাম কালুর ছেলে ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

শিবগঞ্জ থানার এসআই শফিউল আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রানীহাটি বাজার থেকে রবিন আলী বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় রানীহাটি কলেজ সংলগ্ন হরিনগর এলাকায় পৌঁছলে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যভর্তি ট্রাক তাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। এতে ঘটনাস্থলেই রবিন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Comments

Popular posts from this blog