১২ মে থেকে সকল টিভি চলবে বঙ্গবন্ধু স্যাটেলাইটে


অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী জানিয়েছেন, আগামী ১২ মে থেকে দেশের টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাবে।

রাজধানীর একটি হোটেলে বুধবার (৮ মে) বিকেলে অ্যাটকোর সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে টেলিভিশনগুলোর নিরবচ্ছিন্ন সম্প্রচার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন অ্যাটকোর সভাপতি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হয়।

টেলিভিশন চ্যানেলগুলোর রেটিং-এর দায়িত্ব সঠিক কোম্পানিকে দেয়ার বিষয়েও সভায় আলোচনা হয়। সংবাদ শিরোনামে বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টের রায় নিয়ে শঙ্কিত বলেও জানান অ্যাটকো সভাপতি।

অঞ্জন চৌধুরী বলেন, আগামী ১২ মে একবছর পূর্তিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট ফাইনালি লঞ্চিং হতে যাচ্ছে। আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আমাদের একটাই প্রত্যাশা, আমরা যেন নিরবচ্ছিন্নভাবে এটা দিয়ে সম্প্রচার করতে পারি।

Comments

Popular posts from this blog