বিপুল পরিমান ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত শুক্রবার ০১ জুন ২০১৯ তারিখে আনুমানিক বিকাল ০২.৪০ ঘটিকায় রাজশাহী মহানগরীর শাহখমদুম থানাধীন ইসলামী মেডিকেল হাসপাতালের উত্তর পাশ্বে মাইক্রো পার্কিং ক্যান্টিন এর সামনে অপারেশন পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ সাগর আলী (২৪), পিতা-মোস্তাক আলী, সাং-দৌলতপুর ২। মোঃ সাদ্দাম হোসেন @ সাদিকুল ইসলাম বাবু (২৭), পিতা-রফিকুল ইসলাম ৩। মোঃ সোহেল রানা @ ডালিম (২৮), পিতা-আব্দুল লতিফ, উভয় সাং-বারশিয় সর্ব থানা-থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদের (ক) ২৩২৫ (দুই হাজার তিন শত পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট (খ) ০৩ টি মোবাইল (গ) ০৪ টি সীমকার্ড (ঘ) ০২ টি মেমোরীকার্ডসহ আটক করা হয়।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদককে না বলুন।
Comments