র্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল এবং বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ১৩ জুন ২০১৯ ইং তারিখ রাত্রী আনুমানিক ০২২০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রাধানগর ইউনিয়নের আনরইল গ্রামস্থ জোড়াব্রীজের পূর্বপার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে করে (ক) আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-৬০০ বোতল, (খ) মোবাইল সেট-০১ টি এবং (গ) সীমকার্ড-০১ টি সহ চাঁপাইনবাবগঞ্জের মাদক ব্যবসায়ী ১। মোঃ আলমগীর (৪০), পিতা-মোঃ নেফাউর রহমান (মধু), সাং-বেগপুর (উত্তরপাড়া), থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
Comments