চাঁপাইনবাবগঞ্জ এ আন্তঃজেলা হোন্ডা চোর চক্রের মুলহোতা গ্ৰফতার
প্রকাশিত : ২৮/০৬/১৯, সময় : ০৯:২০
চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কতৃক অভিযানে ইং ২৮/০৬/২০১৯ তারিখ ভোর আনুমানিক ০৫ঃ১০ ঘটিকায় আন্তঃজেলা হোন্ডাচোর চক্রের মুলহোতা (১) মোঃআনারুল ইসলাম (টানু) (৩৫) পিতা মৃতঃ জয়নাল আলী সাং উপর চাটপাড়া, (২) হারুন-আর-রশিদ (৩২) পিতা-কৈফুল সাং তেলকুপি উভয় থানায় শিবগনজ জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে উপরচাটপাড়া টানুর বাড়ি হইতে ০৬ টি (ছয়) চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় হোন্ডাচুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Comments