ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম -২০১৯ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারদের মোবাইল নম্বরের তালিকা :
প্রকাশিত : ২৪/০৬/২০১৯, সময় : ১০:০০pm
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
-
বারঘরিয়া কাজীপাড়ার (সাফি) নামের এক যুবকের নদীতে ডুবে মৃত্যু প্রকাশিত : ১২/০৮/২০১৯, সময় : ১১.০০এ.এম বারঘরিয়াই মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া নদীতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত যুবক সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কাজীপাড়া এলাকার মাহাবুবুর রহমানের ছেলে সেফাউর রহমান সাফি (২৫)। এ বিষয়ে বারোঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের স্থানীয়দের বরাত দিয়ে জানান, মাহাবুবুর রহমানের ছেলে সাফি আজ সোমবার সকাল ৭ টায় বাড়ি থেকে বের হয় নদীতে গোসল করার উদ্দেশ্যে। এরপর সে বারোঘরিয়া বাজার এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংকের পেছনের ঘাটে গোসল করতে নামলে এক সময় সে তলিয়ে যেতে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এ সময় নদীতে গোসল করতে থাকা স্থানীয়রা শত চেষ্টা করেও সাফিকে খুঁজে না পাওয়ায় স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ৩ সদস্যের একটি দল এক ঘন্টা চেষ্টার পর সকাল সাড়ে ১০টায় মহানন্দা নদীর গভীর থেকে সাফির মরদেহ উদ্ধার করে। পরে তার পরিবারের কাছে ...
চাঁপাইনবাবগঞ্জে DNC এর অভিযানে আটক (০৭) সাত ও অর্থ এবং কারাদণ্ড প্রদান । প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ০৪:৪০pm মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক ২৮/০৭/২০১৯ তারিখ উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম-এর নের্তৃত্বে সকাল ০৮.০০ ঘটিকা থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে সদর উপজেলার নামো শংকরবাটি ফতেপুর গ্রামস্থ মোঃ ইসরাফিল হকের ছেলে মোঃ নান্টু(৩২), শংকরবাটি বটতলাহাট গ্রামস্থ মৃত ইনসান আলীর ছেলে মোঃ আহসান (৪৫), একই গ্রামস্থ মোঃ আমিনুল ইসলাম এর ছেলে মোঃ হেলাল (৩২), শংকরবাটি মন্ডল পাড়াস্থ মৃত আলতাজ এর ছেলে মোঃ মতিন(৫৮), জীয়ানগর গ্রামস্থ মৃত জমসেদ আলীর ছেলে মোঃ শহীদ রানা(২৩), গোমস্তপুর উপজেলার রহনপুর কাঞ্চনতলা গ্রামস্থ মৃত নজরুল ইসলাম এর ছেলে মোঃ তহুরুল(৩০), রাজশাহী চন্দ্রীমা উপজেলার আসাম কলোনী বউবাজারস্থ মৃত রফিজ উদ্দিন এর ছেলে মোঃ মিজান (৩২) দেরকে ৫৫ পিস ইয়াবা এবং ২০ গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়। পরে মোবাইল কোর্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ আসাদুজ্জামান আসামী মোঃ মিজান কে ১৫ দিনের বি...
গোমস্তাপুরে নসিমন ( ভুত ভুটি ) খাদে পড়ে নিহত তিন জন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমন্তাপুর উপজেলার কাঁঠাল-নিমতলা এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে একটি নছিমন (ভুটভুটি) খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আর আটজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত সবাই ধান কাটা শ্রমিক বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব হোসেন (৩১), আব্দুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম (১৯) ও মোন্তাজ আলীর ছেলে মোজাফ্ফর হোসেন (২৬)। আহত আটজনের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। অপর পাঁচজনকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গোমস্তাপুর থানার পরিদর্শক জসিম উদ্দিন জানান, উপজেলার পিরাসন এলাকা থেকে ধান কাটা শেষে নছিমন যোগে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নিমতলা-কাঁঠাল এলাকায় নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
Comments