রাজশাহীতে র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ দেশি মদসহ মাদক ব্যবসায়ী আটক ।

প্রকাশিত : ২৮ জুলাই ২০১৯, সময় : ১২:৫০am

বিপুল পরিমান দেশীমদসহ মাদক ব্যবসায়ী আটক।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক গত ২৭ জুলাই ২০১৯ ইং তারিখ রাত্রী ১১.৫৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর দক্ষিন নওদাপাড়া এলাকায় অযিান পরিচালনা করে।

অভিযানে, মাদক ব্যবসায়ী মোঃ রুহুল আমিন (৩৫) পিতা-মৃতঃ নূর ইসলাম, সাং-বসুয়া অচিনতলা, থানা-রাজপাড়া, জেলা-রাজশাহী মহানগর’কে (ক) ১,৯৭০ (এক হাজার নয়শত সত্তর) বোতল দেশী চোলাইমদ, খ) নগদ ৫০০/-টাকা (গ) একটি মোবাইল (ঘ) একটি সীম সহ হাতেনাতে আটক করে র‌্যাব।

র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদকমুক্ত দেশ গড়ুন।

Comments

Popular posts from this blog