যাদবপুর গোহাল বাড়ির রাস্তার বেহাল দশা......
প্রকাশিত : ১০/০৭/২০১৯, সময় : ০৪:১০pm
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ১ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোয়ালবাড়িতে মনিরুল ড্রাইভার-আমিরের বাড়ি পর্যন্ত এক হাঁটু বা তার বেশি পরিমাণ কাদা হয় একটু অল্প বৃষ্টি হলে। ভোগান্তিতে পরে এলাকাবাসী লোকজন রাস্তায় চলাচল কারী গাড়ি বা যানবাহন। এই সমস্যা চলে আসছে বেশ কয়েক বছর থেকে।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার আবুসালে হাম্মাদ রাজিব এর সাথে যোগাযোগ করা হলে সে বলে কিছুদিন আগে চেয়ারম্যান এর সহযোগিতায় ইট বালি ভরাট করি এবং চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় কিছু লোক রাস্তায় পানি নিক্সসন হতে না দেওয়ার জন্য উঁচু করে বাধ দিয়ে রাখে। এতে করে রাস্তায় নতুন করে ফেলা মাটি কাদা তে পরিণত হয়। এলাকাবাসীর দাবি করে সেই কবে নাগাদ এই রাস্তা হয়েছে তার ঠিক নেই। জরুরিভাবে রাস্তাটি মেরামত এবং রাস্তাটির পাশে একটি ড্রেন করলে এ সমস্যা লাঘব হবে এবং রাস্তাটি হলো রোডসের তাই এলাকাবাসী রোডস এর কাছে এবং চাঁপাই জেলা প্রশাসনের কাছে জোর দাবি অবিলম্বে এই রাস্তাটি যেন মেরামত এর কাজ শুরু করে ।
Comments