চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর অভিযানে ২৮০০ পিচ ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার.....

প্রকাশিত : ১৫/০৭/২০১৯, সময় : ০১:৪০am



র‌্যাব-৫, রাজশাহী কর্তৃক ২৮০০ পিছ ইয়াবা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য ১৪/০৭/২০১৯ ইং তারিখ বিকাল আনুমানিক ০৫:৪৫ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চাঁদলাই গ্রামস্থ জনৈক মনিরুল ইসলাম @ মনি,পিতা-মৃতবদর উদ্দিন এর বাড়ীর উত্তর পূর্ব কোনে সেফটি ট্যাংকির নিকট পায়ে হাটা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

অভিযানে,(ক) ইয়াবা ট্যাবলেট-২৮০০ পিছ , (খ) মোটর সাইকেল-০১ টি (গ) মোবাইল ফোন-০২ টি, (ঘ) সীমকার্ড-০২টি, (ঙ) মেমোরী কার্ড-০১টি এবং (চ) নগদ-২৭১০/- (দুই হাজার সাতশত দশ) টাকা সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সাইফুল ইসলাম (৩৫), পিতা-মৃত-সিরাজুল ইসলাম ,২। মোঃ মুকুল ইসলাম (২৯), পিতা-মোঃ মফিজ উদ্দিন,উভয় সাং- উত্তর উজিরপুর, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’দেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

চলো যাই-যুদ্ধে
মাদকের বিরুদ্ধে।

Comments

Popular posts from this blog