নাটোরে র্যাব-৫ এর অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
প্রকাশিত : চাঁপাই প্রতিদিন নিউজ
র্যাব-৫ এর নাটোর ক্যাম্প কর্তৃক হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে অদ্য ২২ জুলাই ২০১৯ ইং, বিকাল ০৩:৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন হলদিগাছি জাগির পাড়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে,(ক) হেরোইন- ২৩ (তেইশ) গ্রাম, (খ) ইয়াবা ট্যাবলেট-১৪ (চৌদ্দ) পিস, (গ) মাদক কারবারীতে ব্যবহৃত মোবাইল-০১ (এক) টি, (ঘ) সিম কার্ড ০১ (এক) টি, (ঙ) মেমোরী কার্ড ০১ (এক) টি, (চ) মাদক বিক্রয়লব্ধ ১৪০০/- (এক হাজার চারশত) টাকা সহ আসামী মোঃ মোখলেছ মিয়া (৫০), পিতা-আঃ হাকিম, সাং- হলদিগাছি জাগির পাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
সন্ত্রাস মুক্ত দেশ গড়ুন ।।
Comments