একটা মন্দিরকে ঘিরে রয়েছে এই সাতটি গোপন রহস্য, পড়লে গায়ে কাঁটা দিয়ে উঠবে ।

প্রকাশিত : ২৬/০৭/২০১৯, সময় : ১০:৪০pm

হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র কামাক্ষ্যা মন্দির। নিয়ম রীতি মেনে এখানে দেবী কামাক্ষ্যা পূজিত হন৷ সাধারণ বা দর্শণার্থীদের পাশাপাশি এই মন্দির তন্ত্রসাধকদের কাছে একটি পবিত্র স্থল৷ এই মন্দিরটিকে ঘিরে রয়েছে একাধিক গোপন তথ্য, ৭টি অজানা রহস্য৷


১) ভারতে ৫২টি সতীপীঠের অন্যতম পীঠ কামাক্ষ্যা৷ অসামে অবস্থিত এই মন্দিরটি অবস্থিত নীলাচল পর্বতের কোলে৷ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০ ফুট উপরে রয়েছে এটি৷ গুয়াহাটির পশ্চিমে অবস্থিত এই মন্দিরটি৷



২) এই মন্দিরেই রয়েছে একটি গর্ভগৃহ৷ আদপে যা একটি গুহা৷ এই মন্দির গর্ভে রয়েছে যোনীর আকৃতি যুক্ত বিশেষ একটি পাথর৷ ভূর্গভ থেকে উৎপন্ন হওয়া জল সব সময়ই এই বিশেষ পাথরটিকে সিক্ত করে রাখে৷



৩) মূল মন্দিরের পাশাপাশি একাধিক দেবদেবীর বাসভূমি এই কামক্ষ্যায়। এখানে তারা, ভৈরবী, ভূবনেশ্বরী এবং ঘন্টাকর্ণ-র পূজও হয় এখানে৷



৪) প্রায় ৪০০ বছর আগে এই মন্দিরটি নাকি ধ্বংস হয়ে গিয়েছিল৷ এরপর ১৭-র দশকে কোচবিহারের রাজা এই মন্দিরটি নতুন করে তৈরি করেন৷



৫) মন্দিরের গায়ের অপরূপ কারুকার্য দেখলে আপনার চোখ জুড়িয়ে যেতে বাধ্য। মন্দির গাত্রে গণেশ এবং অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে৷



৬) মন্দিরের ভেতরে রয়েছে তিনটি মন্ডপ৷ এগুলি চলন্ত, পঞ্চরত্ন এবং নাটমন্দির নামে পরিচিত৷ পশ্চিম দিকের মন্ডপটি সবথেকে বড়।



৭) কথায় রয়েছে, কামাক্ষ্যা দেবীর যোনীর অংশটি কামাক্ষ্যার এই জায়গায় পড়েছিল৷ এরপরেই এই মন্দিরটি নির্মান করা হয়৷ সেই যোনীটিকেই পূজা করা হয় এখানে৷

কথিত আছে, কামাক্ষ্যা মন্দিরে পূজা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়৷ শিবের স্ত্রী মোক্ষদাত্রী শক্তিই কামাক্ষ্যা নামে পরিচিত৷

Comments

Popular posts from this blog