১৮-জুলাই (চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা) আন্তঃনগর, বনলতা এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন....!
প্রকাশিত : ১৩/০৭/২০১৯, সময় : ০৯:৪৫pm
নিউজ ডেস্ক : চাঁপাই প্রতিদিন নিউজ.......
চাঁপাইনবাবগঞ্জ বাসির দীর্ঘদিনের দাবি আগামী ১৮-জুলাই চাঁপাইনবাবগঞ্জ- ঢাকা আন্ত:নগর বনলতা এক্সপ্রেস শুভ উদ্বোধন।এমনটি জানিয়েছেন ফেরদৌসী ইসলাম জেসী এমপি মহোদয়।অবশেষে চাঁপাইনবাবগঞ্জ- ঢাকা আন্ত:নগর বনলতা এক্সপ্রেস শুভ উদ্বোধন হবে বলে জানিয়েছেন ফেরদৌসী ইসলাম জেসী এম পি।
তিনি বলেন, যে দেশ যত উন্নত, সে দেশের রেলপথও তত উন্নত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রা ধাবিত হচ্ছে।ফেরদৌসী ইসলাম জেসী
আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত চাঁপাই নবাবগঞ্জ জেলার জনগণের দীর্ঘদিনের দাবি অবশেষে পুরন করলেন।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী এমপির অক্লান্ত পরিশ্রম ও কষ্টের ফলে চাঁপাইনবাবগঞ্জের সকল জনগনের দাবী চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আগামী ১৮-জুলাই আন্ত:নগর বনলতা এক্সপ্রেস ট্রেন চালু।
আর এতে করে চাঁপাইনবাবগঞ্জ জেলা আবারও এক ধাপ এগিয়ে যাবে বলে জানালেন এম পি।তিনি বলেন
আন্ত:নগর বনলতা এক্সপ্রেস ট্রেন চালুর উদ্দেশ্য বলেন চাঁপাইনবাবগঞ্জ বাসি একটি ৯২আসনের এশি বগি সহ আরও দু’টি বগি মোট ২৭৬টি আসন বরাদ্দ পেয়েছে এবং বরাদ্দকৃত এই আসনগুলোতে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসি চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা যাতায়াত করবেন বলে নিশ্চিত করেছেন।
Comments