ছেলেধরা গুজব প্রতিরোধ করতে মাঠে নামছে ৬১ লাখ আনসার বাহিনী

প্রকাশিত : ২৪/০৭/২০১৯, সময় : ১২:২০am


পদ্মা সেতু নির্মাণে মাথা লাগার যে গুজব ছড়াচ্ছে তা প্রতিরোধে এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে মাঠপর্যায়ে থাকা ৬১ লাখ আনসার সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ।


মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপির সদর দপ্তরে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দেয়ার জন্য গ্রাম পর্যায়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বার্তা পাঠানো হয়েছে। গ্রাম, ইউনিয়ন পর্যায়ে আনসারের লিডার যারা আছেন তাদের কাছে পাঠানো হয়েছে এই বার্তা। এখন থেকে পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দিতে জনসাধারণকে সচেতন করবেন ৬১ লাখ আনসার সদস্য।


Comments

Popular posts from this blog