বারোঘরিয়া দৃষ্টি নন্দন পার্ক এ ইয়াবা সহ গ্রেফতার ০১.......

প্রকাশিত : ০৪/০৭/২০১৯, সময় : ০২:২৬pm



      বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদ্সংক্রান্ত এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার বোধকল্পে মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

      এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক গত ০২/০৭/২০১৯ ইং তারিখ রাত্রী ০৮:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চাঁপাইনবাবগঞ্জ টু কানসাটগামী পাঁকা রাস্তার বাম পার্শ্বে বারঘরিয়া বাজার সংলগ্ন মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে।

অভিযানে, (ক) ইয়াবা ট্যাবলেট-১১৩৫ পিছ (৩,৪০,৫০০/- টাকা), (খ) মোটর সাইকেল-০১ টি, (গ) মোবাইল ফোন-০১ টি, (ঘ) সীমকার্ড-০১টি, (ঙ) মেমোরী কার্ড-০১ টি এবং (চ) নগদ-৮০০/- সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ওবায়দুল হক (৩৩), পিতা-মোঃ আকতার হোসেন @ দুলু মিয়া, সাং-নারায়নপুর, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে হাতেনাতে গ্রেফতার করেে র‌্যাব। 

র‌্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
মাদক-কে না বলুন।

Comments

Popular posts from this blog