চাঁপাইনবাবগঞ্জ এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ০৪ মাদকসেবীকে কারা, ও অর্থদন্ড প্রদান.....
প্রকাশিত : ১৪/০৭/২০১৯, সময় : ১০:৩০pm
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক গত ১৪/০৭/২০১৯ তারিখ পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খান-এর নের্তৃত্বে সকাল ১০.০০ ঘটিকা থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে সদর উপজেলার ফকিরপাড়া গ্রামস্থ মৃত সোনা মিয়ার ছেলে মোঃ আজম(৫০), একই গ্রমস্থ মোঃ লালচান এর ছেলে মোঃ জাকির হোসেন (৩০), চাদলাই জোরবাগান গ্রামস্থ মৃত তরিকুল ইসলামের ছেলে মোঃ কামাল(৩৫) এবং নামো শংকরবাটি গুমপাড়াস্থ মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ হেলাল(৩৫) কে মাদক সেবনের অপরাধে গ্রেফতার করা হয়।
পরে মোবাইল কোর্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ আসাদুজ্জামান আসামী মোঃ হেলাল(৩৫) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, এক্সিঃ ম্যাজিঃ জনাব খাদিজা বেগম আসামী মোঃ কামাল (৩৫) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ রুহুল আমিন আসামী মোঃ জাকির হোসেন (৩০) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, এক্সিঃ ম্যাজিঃ জনাব নিশাত আনজুম অনন্যা আসামী মোঃ আজম (৫০) কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে সকলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
Comments