মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ০৩ মাদক সেবী গ্ৰেফতার

প্রকাশিত : ০৯/০৭/২০১৯, সময় : ০২:০৫am

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক  গত ০৮/০৭/২০১৯ তা‌রিখ উপ-পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খান-এর নের্তৃত্বে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে সদর উপজেলার চৈতন্যপুর গ্রামস্থ মোঃ আঃ লতিফের ছেলে মোঃ নাজিম(২৬), মৃৃত রুস্তম আলীর ছেলে মোঃ সাদিকুল ইসলাম(৫৭), মৃত আঃ আলিমের ছেলে মোঃ শরিফ(৩৫) ত্রোয়কে মাদক সেবনের অপরাধে গ্রেফতার করা হয়।

পরে মোবাইল কো‌র্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ আসাদুজ্জামান আসামী মোঃ সাদিকুল ইসলাম কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১৫,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন, এক্সিঃ ম্যাজিঃ জনাব খাদিজা বেগম আসামী মোঃ নাজিম কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ রুহুল আমিন আসামী মোঃ শরিফ কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৩,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে সকলকে জেল হাজ‌তে প্রেরণের নির্দেশ দেন।

Comments

Popular posts from this blog