মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পৃথক পৃথক অভিযানে গ্রেফতার ০৪......

প্রকাশিত : ০৭/০৭/২০১৯, সময় : ১০:৪০pm



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক  গত ০৬/০৭/২০১৯ তা‌রিখ উপ-পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম-এর নের্তৃত্বে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা কালে গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রামস্থ মোঃ সাদিকুল ইসলামের ছেলে মোঃ জাহিরুল ইসলাম(৩৪) এর শয়ন ঘর থেক ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, ঘটনার সময় মোঃ জহিরুল ইসলাম পালাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। পরে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই উপজোলার দক্ষিন ইসলামপুর গ্রামস্থ মোঃ আবুল বাসারের ছেলে মোঃ আশরাফুল(৩৭) কে তার নিজ বসত বাড়ী থেকে ২০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার, সদর উপজেলার বটতলাহাটস্থ মৃত ধনঞ্জয় কর্মকারের ছেলে রনজিত কর্মকার(৫০), শংকরবাটি গ্রামস্থ মৃত লতিফুরের ছেলে মোঃ কালু(৬০) এবং একই গ্রামের রাফুল ইসলামের ছেলে মোঃ ওয়াহেদ(৩০) ত্রোয়কে ৪০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

পরে মোবাইল কো‌র্টে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ রুহুল আমিন আসামী মোঃ আশরাফুল কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ সাইফুল রনজিত কর্মকার কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান ক‌রেন,  এক্সিঃ ম্যাজিঃ জনাব খাদিজা বেগম আসামী মোঃ কালু কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৪০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ক‌রেন, এবং এক্সিঃ ম্যাজিঃ জনাব মোঃ ইকবাল হোসেন আসামী মোঃ আঃ ওয়াহেদ কে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৩,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সকলকে জেল হাজ‌তে প্রেরণের নির্দেশ দেন।

Comments

Popular posts from this blog