ভেজাল খাবার তৈরি ও সংরক্ষণ করার অপরাধে ০৪ ব্যবসায়ীকে অর্থ প্রদান ‌।

প্রকাশিত : ১৯/০৭/২০১৯, সময় : ০১:০০pm




নাটোর ক্যাম্প কর্তৃক ভেজাল খাবার তৈরী ও সংরক্ষণ করার অপরাধে ০৪ জন ব্যবসায়ীকে তিন লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান।

র‌্যাবের ভেজাল বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ নাহিদ হাসান খান, গুরুদাসপুর, নাটোর এর যৌথ নেতৃত্বে গত ১৭ জুলাই ২০১৯ তারিখ রাএী ০৯:৩০ ঘটিকা হতে ১৮ জুলাই ২০১৯ তারিখ ০২:৩০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন চাঁচকৈড় বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

অভিযানে,(ক) শিমাই-১২০ (একশত বিশ) কেজি, (খ) বিস্কুট-৮০ (আশি) কেজি, সহ ১। মোঃ সজিব মিয়া, গুরুদাসপুর, ২। মোঃ আমিনুল ইসলাম, গুরুদাসপুর, ৩। মোঃ মহিদুল ইসলাম, গুরুদাসপর, ৪। মোঃ ফাহিম, গুরুদাসপুরগণকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ভ্রাম্যমান আদালত কর্তৃক গ্রেফতারকৃত ০১ নং আসামীকে ১০,০০০/- (দশ হাজার টাকা), ০২ নং আসামীকে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা),০৩ নং আসামীকে ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা) এবং ০৪ নং আসামীকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) সর্বমোট ৩,০৫,০০০/- (তিন লক্ষ পাঁচ হাজার টাকা) জরিমানা প্রদান করেন।

Comments

Popular posts from this blog